মহিমান্বিত রজনী

27924

ছোট থেকে বড় হই
এই পরিবেশে বাস
বারো মাসে রোজা রাখি
হাতেগুনে এক মাস।
একে মিলে সত্তর
নেকি হয় বোনাসে
ইবাদতে, মুত্তাকী
ক্ষমা পাবে গুনা সে।

তিনি ‘রব’ জানি তার
মহিমা অপার
রমাজান নিয়ে আসে
বিশেষ এক ছাড়।
রোজা রাখি আল্লাহকে
রাজি খুশি করিতে
রহমতে নিয়ামতে
খালি ঝুড়ি ভরিতে।

লাওহে মাহফুজ ছিলো
পবিত্র কোরআন
ধরনিতে নিয়ে এলো
মাহে রমাজান।
হাজার মাসের চেয়েও
মহিমান্বিত রাত
ক্ষমা পেতে আল্লাহর
কাছে তুলি দুই হাত।

2 thoughts on “মহিমান্বিত রজনী

  1. হাজার মাসের চেয়েও মহিমান্বিত রাত
    ক্ষমা পেতে আল্লাহর কাছে তুলি দুই হাত।

    পবিত্র শবে কদর আমাদের জাতীয় এবং ব্যক্তিজীবনে সমৃদ্ধি বয়ে আনুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. খুব সুন্দর লিখেছেন। মুগ্ধতা রেখে গেলাম পাঠে কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।