টুকটুকে লাল বউ সেজেছে
ছোট্ট বিল্লো সোনা,
রুপ দেখে তার বলছে সবে
লাল পরীদের পোনা।
মাথায় টিকলি হাতে চুড়ি
গায়ে রেশমী শাড়ি,
তার হাসিতে মুক্তা ঝরে
মাতায় সাড়া বাড়ি।
কাজল কালো চোখ দুটিতে
কতো স্বপ্ন আঁকে,
বেরু বেরু যাবে যখন
বায়না ধরে মা’কে।
তার কথাতে ময়না পাখি
ভীষণ লজ্জা পায়,
ঘরের মানুষ পথের মানুষ
সবাই তাকে চায়।
ছোট্ট বিল্লো সোনা
ঘরের মানুষ পথের মানুষ
সবাই তাকে চায়।
বাহ চমৎকার ছড়া
অনেক শুভ কামনা রইল