চাস নে কেনো মা! (গীতিকাব্য)

rrty

তোরই গাঁয়ের শ্যামল মাঠে
মনটা আমার যায় ছুটে –
তুই মা তবু চাস নে কেনো খড় ঘুটে!
ভাবি সংকটে –
তুই মা তবু চাস নে কেনো খড় ঘুটে!

সকাল সাঁঝে দুই কানে মা বাজেই পাখির সুর,
লাটাই ঘুড়ি যায় নিয়ে মন আশায় অনেক দূর!
সবুজ ক্ষেতের ব্যাকুল দোলা
নিদ্রা আহার নেয় টুটে –
তুই মা তবু চাস নে কেনো খড় ঘুটে!

মাতাল বাতাস ক্ষণিক এসে টানলে মাথার চুল,
দেয় মা আমায় হাতছানি ওই সতেজ কলাই ফুল!

আজো গীতি জাগলে মাগো বেসুরো এই গলে,
ক্লান্ত দেহ যায় ছুটে তোর পাকুড় গাছের তলে!
সরষে ক্ষেতের কোমল ছোঁয়া
স্বপন আমার নেয় লুটে –
তুই মা তবু চাস নে কেনো খড় ঘুটে!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “চাস নে কেনো মা! (গীতিকাব্য)

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন  কবি দা!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. সবুজ ক্ষেতের ব্যাকুল দোলা
    নিদ্রা আহার নেয় টুটে –
    তুই মা তবু চাস নে কেনো খড় ঘুটে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল অপরিসীম!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।