তোরই গাঁয়ের শ্যামল মাঠে
মনটা আমার যায় ছুটে –
তুই মা তবু চাস নে কেনো খড় ঘুটে!
ভাবি সংকটে –
তুই মা তবু চাস নে কেনো খড় ঘুটে!
সকাল সাঁঝে দুই কানে মা বাজেই পাখির সুর,
লাটাই ঘুড়ি যায় নিয়ে মন আশায় অনেক দূর!
সবুজ ক্ষেতের ব্যাকুল দোলা
নিদ্রা আহার নেয় টুটে –
তুই মা তবু চাস নে কেনো খড় ঘুটে!
মাতাল বাতাস ক্ষণিক এসে টানলে মাথার চুল,
দেয় মা আমায় হাতছানি ওই সতেজ কলাই ফুল!
আজো গীতি জাগলে মাগো বেসুরো এই গলে,
ক্লান্ত দেহ যায় ছুটে তোর পাকুড় গাছের তলে!
সরষে ক্ষেতের কোমল ছোঁয়া
স্বপন আমার নেয় লুটে –
তুই মা তবু চাস নে কেনো খড় ঘুটে!
বেশ গীতিকবিতার প্রকাশ কবি দা
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সবুজ ক্ষেতের ব্যাকুল দোলা
নিদ্রা আহার নেয় টুটে –
তুই মা তবু চাস নে কেনো খড় ঘুটে!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল অপরিসীম!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!