তোরে যে মা খুব ভালোবাসি! (গীতিকাব্য)

images32123221

আবার আসবো ফিরে
শ্যামা এ’ নদীর তীরে
সজীব কুঁড়েরই হয়ে বাসি –
তোরে যে মা খুব ভালোবাসি!

বাঁধবো বিকেলে যতো তোরই নামে বোল,
হিজলের শাখে খেয়ে মিলেমিশে দোল।
এ’ হৃদয়ে ভাব চষে
গোধূলির বাটে বসে
ব্যাকুলে বাজাবো ফের বাঁশি –
তোরে যে মা খুব ভালোবাসি!

হাতছানি দিলে তোরে আষাঢ়ের ঢল,
ভাবিস না যেন তুই ফেলে আঁখিজল!

আবার মাতাল হাল এ’ হাতেই ধরি,
বাইবো নদীর বুকে পাল তোলা তরী।
সাজবো আশায় জেলে
বরশি বা জাল ফেলে
কখনো দামাল ক্ষেতে চাষী –
তোরে যে মা খুব ভালোবাসি!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “তোরে যে মা খুব ভালোবাসি! (গীতিকাব্য)

  1. প্রিয় কবি। আপনার হাতে গীতিকাব্য চমৎকার উঠে আসে। পড়তে ভালো লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও অশেষ দোয়া রইল আপনার জন্য!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সুন্দর মনের সুন্দর কথা ।
    রহিল দোয়া ও ভালোবাসা নিরন্তর ।

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত প্রিয় কবি!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।