পুরনো কবিতা : সূর্যসহকারী

আমার প্রথম পংক্তি সূর্যশ্লোকে ভরা
মাটিকে অচ্ছুত করে গাজর রশ্মিরা
উঠে যায় আকাশের সবজিগুদামে
আমার দ্বিতীয় পংক্তি ঘিরে রাত্রি নামে

সবুজ গাছের মাথা মেঘ-সহোদর
মস্তিষ্ক দুফাঁক হয়ে শোণিতশেকড়
টেনে নেয় বোমা গুলি বৃষ্টিদুধ গাঢ়
আমার আহারপাত্রে মৃত্যু বসতে পারো

নিচে বিশ্ব, যুদ্ধে যাবে বিকলাঙ্গ সেনা
কিছু খেতচাষি, কিছু নোনতা কারখানা
বিশুদ্ধ প্রণয় তবু বিরুদ্ধ শিবিরে
স্ত্রীধমনী তার, সুপুরুষ টোকা পড়ে!

আমার অন্তিম ভাষা স্নেহ-উচ্চারণ
আকাশ সুরেলা করা সে কবি চারণ
মুছে যায়, চক্রাকারে ফিরে আসে তারই
প্রথম জাগ্রত শ্লোক, সূর্যসহকারী।

6 thoughts on “পুরনো কবিতা : সূর্যসহকারী

  1. আমার অন্তিম ভাষা স্নেহ-উচ্চারণ
    আকাশ সুরেলা করা সে কবি চারণ———https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সবুজ গাছের মাথা মেঘ-সহোদর
    মস্তিষ্ক দুফাঁক হয়ে শোণিতশেকড়
    টেনে নেয় বোমা গুলি বৃষ্টিদুধ গাঢ়
    আমার আহারপাত্রে মৃত্যু বসতে পারো- অনন্য লাইনগুলি! এমন মনে হলো আমার।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।