সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ (মাকে) ৯

নয়

মরণোত্তর হাসপাতালের দরজা খুলে গেছে
বেরিয়েছে মা-আইসক্রিম
ঘুমে সবুজ ঠোঁটদুটো,
এক গেলাস জল খেয়ে “আ:” করছে না
যদিও মা মঞ্চে এসেছে
মাঙ্গলিক গানখানা আমাদের মুখস্থ কোথায়!

আমি তাই টেনে টেনে আলপিনগুলো
মাকে খুলে মাকেই, প্লিজ, সেতারে বসাবো
প্রেতপিণ্ড বসে থাকবে কন্ঠার ওপর
সুড়সুড়ি-পিঁপড়ে তার কান ধরে উঠতে গিয়ে
উঠতে পাবে না
মা যদি এক-হাসি লাগিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়!

1 thought on “সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ (মাকে) ৯

  1. লিখাটি সত্যই স্বতন্ত্র ঘরানার। আজকের পর্ব উপস্থাপন সামান্য আলাদা বা সংক্ষিপ্ত।
    তবে এই ধারাবাহিকেই আমি দেখেছি বা পড়েছি বোধনের সহজ লভ্যতা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।