সখার বাজার
এই পৃথিবীর পান্থশালায়
যাকে ধরতে যাই সে পালায়
লুকিয়ে ওঠে অন্য হাতে
শিখিনি ফুলগাছ নোয়াতে
কেঁদেকেটে যেই ঘুমবো
বলে পাঠায় বন্ধু হবো
এই পৃথিবীর বন্ধুশালা
চড়া মেকআপ যাত্রাপালা
এক-জানলা নীতির দিনে
সব পাবে কিছু না চিনে
প্রেমের মোকাম কবরপাড়া
সখার বাজার নজরকাড়া
অনন্য এবং অনবদ্য পদ্য প্রিয় চন্দন দা।