নিসর্গ
রোদের পিঠে হাত বুলিয়ে দিয়েছি এত অবুঝ রোদ
আর যে ভোরের আমি সাধারণ সম্পাদক
সেই ভোর — যে কোনও ডাককে যে পাখি ব’লে বিশ্বাস করায়
সবে নির্মেঘ থেকে নেমে এসেছে সেলোফেন কাগজে মোড়া
আর মহল্লায় মহল্লায় বেঁটে দেওয়া হচ্ছে তাকে — জাগো জারুলফুল, জাগো রে ছোট বেড়াল
গাঢ় লিকারের আকাশ আজ
উদার, বড়ভাবে শরতের পৃষ্ঠা ওল্টানো…
গাঢ় লিকারের আকাশ আজ
উদার, বড়ভাবে শরতের পৃষ্ঠা ওল্টানো…