নতুন বছর
আগে ছিল দু’পায় হাঁটা, এখন মোটোরেবল —
পথের কথা বলছি; এবং তার হয়েছে কেবল
শ্বশুর ছিল টাইপ মেশিন, ল্যাপটপ জামাতা
আগে যারা সিঁধ কাটতো, তাসে ‘শাবল’দাতা
তখন স্বাস্থ্য রাখতো লোকে, এখন চামড়া, ফিনিশ
বাথরুমে সব পেঁপে, আঙুর — গায়ে মাখার জিনিস!
তবুও ঘুড়ি, নিমগাছে রোদ সোজাউল্টো বোনা…
শীতের আদরগুলো আমি বদলাতে দেবো না
নতুন বছর একটা খবর জেলেপাড়ায় ভাসছে
তোপসে তো খুব টেস্টি, এবার ফেলুদামাছ আসছে!
ইন্টারেস্টিং লিখা। ইংরেজী নতুন বৎসরের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
বড্ডো ভাল লাগলো কবি দা। প্রণাম।