ছড়া : নতুন বছর

নতুন বছর

আগে ছিল দু’পায় হাঁটা, এখন মোটোরেবল —
পথের কথা বলছি; এবং তার হয়েছে কেবল

শ্বশুর ছিল টাইপ মেশিন, ল্যাপটপ জামাতা
আগে যারা সিঁধ কাটতো, তাসে ‘শাবল’দাতা

তখন স্বাস্থ্য রাখতো লোকে, এখন চামড়া, ফিনিশ
বাথরুমে সব পেঁপে, আঙুর — গায়ে মাখার জিনিস!

তবুও ঘুড়ি, নিমগাছে রোদ সোজাউল্টো বোনা…
শীতের আদরগুলো আমি বদলাতে দেবো না

নতুন বছর একটা খবর জেলেপাড়ায় ভাসছে
তোপসে তো খুব টেস্টি, এবার ফেলুদামাছ আসছে!

2 thoughts on “ছড়া : নতুন বছর

  1. ইন্টারেস্টিং লিখা। ইংরেজী নতুন বৎসরের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।