ছড়া হাতে গড়া

ছড়া হাতে গড়া

বেহালার ছড় বেতালার ছড়া
আনা তড়খড় ডাক-হরকরা

ট্রেন-সিঙ্গার মৌলানা কাজি
আদাজিঞ্জার জাহাজের মাঝি

ঝিঁ ঝিঁ ডাকা রোদ ছাতা-খোলা শীত
আকাশগারদে ফাঁসিসংগীত

গলি-রাজপথ… “বাবু, কই গেলি?”
মুমফলি খেয়ে শোকে মোম ফেলি

সবুজের খোপে জল চারকোনা
এটুকু জগত, বাকি হাতে বোনা

চোখে চিতকার গায়ে বাঘনখ
মুখভরা পেস্ট গলায় পদক

অপমান, আয়ু, বাজারের দেনা
সব শোধ হয়, “বিদায়” ফেরে না

ভূত-ভবিষ্য-রুটি হাতে গড়া
আজ হবিষ্য, কাল লিখি ছড়া

বেতালার ছড় বেহালার ছড়া…

4 thoughts on “ছড়া হাতে গড়া

  1. হাহাহা। আসলেই ছড়া পড়ার মজা অসাধারণ হয়। অভিনন্দন প্রিয় চন্দন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ঝিঁ ঝিঁ ডাকা রোদ ছাতা-খোলা শীত
    আকাশগারদে ফাঁসিসংগীত

     

    * অনেক সুন্দর…

মন্তব্য প্রধান বন্ধ আছে।