পয়লা এপ্রিলের ছড়া

পয়লা এপ্রিলের ছড়া

অহনা গলার গহনা নিয়ে বৌবাজারে গেল
স্যাকরা এমন ড্যাকরা সেটি হাপিস করে দিল!
লোকাল থানায় গিয়ে না যেই vocal হল মেয়ে,
দারোগালাঠি বারো-ঘা তার পিঠটি ভ’রে খেয়ে
সোনার দোকান-owner বলে : নিছি, নিইনি তবু…
যেহেতু দিলাম বিলিয়ে, মিলিয়ে দেখে নেবেন প্রভু —

একটু গয়না দিয়ে ময়নার ঠোঁট বাঁধিয়েছি
অল্প সোনায় মাঠের কোনায় সূর্যডোবা টিপ।
হেমের জরিসুতোয় বুনে প্রেমতিজোরি বাড়ি
বাকি কনক টনক-টনক ধুলোয় গড়াগড়ি…

শান্তিপুলিশ ছুঁড়বে গুলিজ — এমনি রাগে গাঢ়:
গয়না ছড়াস পথেঘাটে? ভাটের কথা ছাড়ো!
স্যাকরা অবাক, গবাক্ষে তাক, গলা যাচ্ছে শোনা —
সুখের আড়ত সোনার ভারত গড়তে হবে না?

10 thoughts on “পয়লা এপ্রিলের ছড়া

  1. পদ্যটি অনেক সুন্দর হয়েছে কবি চন্দন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. পয়লা এপ্রিলের ছড়া নিশ্চিত সুন্দর। একটু দেরিতে পেলাম মনে হয় চন্দন দা। :)

    1. হ্যাঁ, একটু দেরি হল। ধন্যবাদ জানবেন, সৌমিত্র।

       

  3. একটু গয়না দিয়ে ময়নার ওষ্ঠ বাঁধিয়েছি
    অল্প সোনায় মাঠের কোনায় সূর্যডোবা টিপ।

    জানিনা এখানে কেন শব্দ ছন্দ মিললো না !! শুভেচ্ছা কবি চন্দন ভাই। 

    1. ছন্দ মিলল না? ঠিক বুঝিনি। তবে পরে ওষ্ঠ-র জায়গায় ঠোঁট বসিয়েছি। মন্তব্যের জন্যে অনেক কৃতজ্ঞতা, সুমন।

  4. ভালো লাগা প্রকাশ করছি। আপনার অনেক কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে আমার। ভালো থাকুন কবি। 

  5. অভিনন্দন সহ শুভেচ্ছা প্রিয় কবি চন্দন দা। শেয়ার করার ধন্যবাদ আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ আজাদভাই। আমি অল্প কিছু বদল করে এই ছড়াটাই আবার পোস্ট করেছি ফেসবুকে। কোনটা বেশি ভালো লাগছে জানাবেন প্লিজ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।