তোমার স্তন কখনও তোমার অপরাধ হতে পারে না।
মাথার সুচিন্তিত চুল হতে পারে না আঁকশি — রান্নাঘরে শিকে টাঙানোর।
সন্ধেবেলা টিউশান পড়ে বাড়ি ফেরার রাস্তায়
পাথর মেরে ভেঙে রাখা টিউবলাইট তোমারই বোকামি হতে পারে না।
যারা একপাটি জুতোর ভেতরে ভরতে চেয়েছে তোমার দুটো পা-ই,
তাদের বিরুদ্ধে উরু ছড়িয়ে দাঁড়ানো হতে পারে না
চরিত্রহীনতা।
7 thoughts on “স্লোগান”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পরম সত্যের উচ্চারণ। অভিনন্দন প্রিয় কবি চন্দন দা। শুভ সকাল।
অসাধারণ এবং সময়ের সাহসী উচ্চারণ চন্দন দা।
আপনার কবিতাকে আমি সম্মান আর সমীহের দৃষ্টিতে দেখি চন্দন ভাই।
.. তাদের বিরুদ্ধে উরু ছড়িয়ে দাঁড়ানো হতে পারে না
চরিত্রহীনতা।
বাস্তবতা।
সত্য মানি।
অধিকার নিশ্চিত করতে হবে।