সেপারেশন

কতদিন পরে ওই ঘরের দরজা খুলে দিই
ঘুমন্ত বিছানা, শুকনো চানঘর,
ব্রেকফাস্ট ফেলে গিয়েছিল
মুখে তুলি, কিচ্ছু তো পচেনি!
একটা তিতির বন্ধ জানলায় ঠোঁট বাজিয়ে চলেছে
কাচের এপিঠে জটিল ওষ্ঠ চেপে ধরি
ব্যথা নয়, বুকে এসে লাগে
ব্যথার গৌরব

.
(২০১১)

3 thoughts on “সেপারেশন

মন্তব্য প্রধান বন্ধ আছে।