সোনাতন জল হাওয়া

সোনাতন জল হাওয়া

সোনাতন ঘূর্ণি,
বালুয়াড়ীতে উত্থলিত ঝড়
কালের বির্বতনে,
বার বার ফিরে আসে;
যেমন ফিরেছে,
পরিযায়ি ঝাঁক ঝাঁক পাখি!
হাওয়র, বিল, ধানের ক্ষেত,
বিস্তীর্ণ খোলা মাঠ
বনবাদারে কোলাহল।

উত্তরের ক্ষেপ,
জল ছুঁয়ে হাওয়া
ঢেউয়ে বিলি কাটে;
হাসের ছানাদের ডুব সাঁতারে
ঢেউয়ের জট টুটে,
পদ্ম পাতায় ঠাঁয় বসে
সোনামুখো ব্যঙ
জলমাকড়ষা জলের উপর
উচ্ছ্বলতায় হাঁটে।

ডুব সাঁতারে পানকৌড়ি
শীতের জলে কাঁপে,
নেতিয়ে পড়া পাখার পালক
মেলে ধরে রৌদ্র ওমে,
হেথায় সেথায়!
জল কাঁপাল হাওয়া,
দেখতে তারে
এলোমেলো ছন্নছাড়া।

১৪২৩/১৪, পৌষ/শীতকাল।

10 thoughts on “সোনাতন জল হাওয়া

  1. অনেক সুন্দর এই লিখায় অভিনন্দন জানাই প্রিয় বন্ধু। ভালোবাসা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. উত্তরের ক্ষেপ,
    জল ছুঁয়ে হাওয়া
    ঢেউয়ে বিলি কাটে;
    হাসের ছানাদের ডুব সাঁতারে
    ঢেউয়ের জট টুটে,
    পদ্ম পাতায় ঠাঁয় বসে
    সোনামুখো ব্যঙ
    জলমাকড়ষা জলের উপর
    উচ্ছ্বলতায় হাঁটে।- অসাধারণ বর্ণনায় মুগ্ধ কবি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।