চন্দ্রাবতীর পদ্য বুনুনে
যত কথা ঐ আকাশে!
লুকিয়ে রয় নক্ষত্রের খাঁজে খাঁজে
চুপি চুপি, চন্দ্রাবতীর পদ্য বুনুনে।
গ্রহন লাগা রাতে যদি!
স্বপ্নগুলো সব যায় পালিয়ে বনে
একলা রাত; শূণ্যে হাত পেতে
দাড়িয়ে রয় পৃথিবীর সিঁথানে।
অমোঘ নেশার ভ্রম টুটে যায়
আমলকির বনে বাতাসের গানে।
শিশির চুঁইয়ে জল গড়িয়ে পরে
এ কোন বিষাদ যাতনা?
১৪২৩/১৭,মাঘ/শীতকাল।
সুন্দর কবতা।
কুয়াশা ভেজা শুভেচ্ছা রইল। মান্নান ভাই কেমন আছেন?
আনু ভাই আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,,
শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধু। নিরন্তর ভালোবাসা।
আমার প্রাণের ভালোবাসা বন্ধু,,,,,,,,,,,,,,,,,,,,,,,

অমোঘ নেশার ভ্রম টুটে যায়
আমলকির বনে বাতাসের গানে।
শিশির চুঁইয়ে জল গড়িয়ে পরে
এ কোন বিষাদ যাতনা?
মামুন ভাই আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,
ভালো লাগলো
শুভেচ্ছা জানবেন
কবি আমার ভালোবাসা যেন
শুভেচ্ছা নিবেন।