চন্দ্রাবতীর পদ্য বুনুনে

চন্দ্রাবতীর পদ্য বুনুনে

যত কথা ঐ আকাশে!
লুকিয়ে রয় নক্ষত্রের খাঁজে খাঁজে
চুপি চুপি, চন্দ্রাবতীর পদ্য বুনুনে।

গ্রহন লাগা রাতে যদি!
স্বপ্নগুলো সব যায় পালিয়ে বনে
একলা রাত; শূণ্যে হাত পেতে
দাড়িয়ে রয় পৃথিবীর সিঁথানে।

অমোঘ নেশার ভ্রম টুটে যায়
আমলকির বনে বাতাসের গানে।
শিশির চুঁইয়ে জল গড়িয়ে পরে
এ কোন বিষাদ যাতনা?

১৪২৩/১৭,মাঘ/শীতকাল।

9 thoughts on “চন্দ্রাবতীর পদ্য বুনুনে

  1. সুন্দর কবতা।
    কুয়াশা ভেজা শুভেচ্ছা রইল। মান্নান ভাই কেমন আছেন?

  2. অমোঘ নেশার ভ্রম টুটে যায়
    আমলকির বনে বাতাসের গানে।
    শিশির চুঁইয়ে জল গড়িয়ে পরে
    এ কোন বিষাদ যাতনা? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।