শূণ্যতার মোহবৃত্তে
ঐ ঘুড়ি উড়ে, মাঘের বেলা শেষ। কৃষকের ক্ষেতের আইলে। দুরন্ত কিশোর জটলা। বাতাসের উজানে। লাল নিল। আরও কত রঙ? আকাশ মাতায় উচ্ছ্বলতায়।
উত্তরের সিক্ত হাওয়া, জটলা বাঁধে ঘুড়ির গায়ে। শঙ্খচিল ঘুড়ির মাথার উপরে, ম্রিয়মান মৌণতায় ঘুড়ে। সাথি হারা বির্বণ সুখ হাতরায়। শূণ্যতার মোহবৃত্তে।
১৪২৩/২৩, মাঘ/শীতকাল।
শূন্যতার মোহবৃত্তে সাথি হারা বিবর্ণ সুখ কেবলই হাতড়ায়।
___ দারুণ অনুভবের প্রকাশ। লিখায় কিছু টাইপো লক্ষ্য করলাম। শুভেচ্ছা বন্ধু।
আপনার কবিতার থিম অসাধারণ। আজ বানান সম্পর্কে বলি: ঐ > ওই, শূণ্য > শূন্য, মৌণ > মৌন, রঙ > রং (তবে রঙের) কবিতায় আরও না লিখে আরো দিতে পারেন। তবে আরও অশুদ্ধ নয়। ভালো থাকুন চিরসবুজ কবি ভাই চারু মান্নান।
আমার সহস্র ভালোবাসা জানবেন ভাই,,,,,,,,,,,,,,,,,,,,
মান্নান ভাই আপনার কবিতা নিয়ে আর কত কি কইব, বলুনতো। শুধু বলি অব্যাহত থাকুক আপনার লেখার গতি।
শুভ কামনা সব সময়।
কবি ভাই আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,,,,,
উত্তরের সিক্ত হাওয়া, জটলা বাঁধে ঘুড়ির গায়ে। শঙ্খচিল ঘুড়ির মাথার উপরে, ম্রিয়মান মৌণতায় ঘুড়ে। সাথি হারা বির্বণ সুখ হাতরায়। শূণ্যতার মোহবৃত্তে। – অসাধারণ!!
মামুন ভাই আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা নিবেন
কবিকে আমার ভালোবাসা,,,,,,,,,