সময় কালের সেই যে সন্ধ্যাবতি গাও

সময় কালের সেই যে সন্ধ্যাবতি গাও

সে কি এখনও উচ্ছ্বলতায় হাসে? অযথা এমনি এমনি। নকল সুরে পাখিদের ডাকে ব্যঙ্গ করে, হো হো করে হেসে আটখানা। পুকুর ঘাটে সদা তৎপর সাঁতার হইহুল্লুর। বৌ ঝিদের আদরের পঞ্চসখি ছিল যে! নদের নন্দনপুরে। সময় কালের সেই যে সন্ধ্যাবতি গাও। যে গাঁয়ে ছিল তারই নাড়িপোতা, শৈশব, কৈশর, যৌবন।

কনকাঞ্জলি লেপনে সেই যে বিদায় নিয়ে চলে গেল! সে কি আর ফিরেছে কখনও? যদি ফিরে আসো কখনও! দেখে যাও, নন্দন পুর এখন স্মৃতিভ্রম। আলখেল্লায় বাহারি, নেই কোন চিহ্ণ আর তোমার মায়া মাখা বন্য অতীত! তয় এসেছে নতুন বসন্ত। দক্ষিণা খোলা হাওয়া বয় নির্লিপ্ত।

21, ফাল্গুন/বসন্তকাল/১৪২৩

4 thoughts on “সময় কালের সেই যে সন্ধ্যাবতি গাও

  1. দক্ষিণা খোলা হাওয়া বয় নির্লিপ্ত। তবুও জীবন চলে। চলে জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।