খুঁজে ফেরে আবারও
খুঁজে ফেরে
ক্ষুধার চাতুর্য্য জন্ম কাঁদার কোলে
আদর সোহাগ কত কত চুম্বন!
ঠোঁটে, গালে, কোপলে; ঐ চাঁদ মামারও
টিপ চাইতে আহল্লাদে
জননী কোলে স্বর্গধাম।
খুঁজে ফেরে আবার
যৌবনের প্রদাহ বিদ্রুপ; ক্ষুধার সাথে
যোগ হয় ভোগের চাতুর্য্য!
বিলাসী স্বপ্নভ্রম; কাঁদায়, পোড়ায়, অহর্নিশি
শঙ্খচিলের খসে পরা পালকের মতো
স্বপ্ন বিলায় রৌদ্রে পুড়ে।
খুঁজে ফেরে আবারও
যাতনা এবার শরীরে জেঁকে বসে
সাথে ক্ষুধাও; যাপতি বোধ!
হয় চিতায় পুড়ে
না হলে বিলাসী ভোগে অন্তধাম!
ক্ষুধার জ্বালায় আত্মহনন।
১৪২৩/২১, চৈত্র/বসন্তকাল।
জননী কোলে স্বর্গধাম।
তাঁর সেবায় বাড়বে সুনাম।
খুবই ভালো লিখা দোস্ত।
এই বসন্তে আমার ভালোবাসা জানবেন,,,,,,

খুঁজে ফেরে
ক্ষুধার চাতুর্য্য জন্ম কাঁদার কোলে
আদর সোহাগ কত কত চুম্বন!
ঠোঁটে, গালে, কোপলে; ঐ চাঁদ মামারও
টিপ চাইতে আহল্লাদে
জননী কোলে স্বর্গধাম।
আহ! কি দারুন নিবেদন… বিমুগ্ধ!!
শুভ সন্ধ্যা প্রিয় ,(y) <3
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –
কবি ভাইকে আমার বসন্ত ভালোবাসা

অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধু।
আমার ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,

শুভেচ্ছা রইলো চারু কবি। অনেক সুন্দর লেখনী!
বসন্ত ভালোবাসায় জীবন সুন্দর হউক,,,,,,,,,