সব কিছুতে বন্ধ্যা সময়

সব কিছুতে বন্ধ‌্যা সময়

সব কিছুতে বন্ধ‌্যা সময়
শুধু পাখির ছানাটি উড়বে উড়বে বলে
ডানার ঝাঁকুনি ছড়ায়;
আকাশে বাতাসে নীলাদ্রি স্বপ্নঘন
উম্মাতাল মাতাল হাওয়া,
সর্বনাশা মাতাল নেশায় উড়ে
উড়ে উড়ে ঐ মেঘের
ছত্র ছায়া!
জলের ছোঁয়ায় ঢেউ খেলে যায়।

আদি অন্ত যেন একাকার
রৌদ্র পোড়ায়; মগন মৌনতায়
সূত্র ধরে আঁকা পথ
এখন বিভ্রান্তির অনুযোগে ভূগে।

কই, সেই তো বললে!
হারিয়ে গেল সময়;
সময়ের এখন ফুরাবার পালা
নিত্য নতুন পথ পুনঃজন্ম বার বার
কালের পথে সেইতো, অনির্বাণ।

১৪২৪/২৪, বৈশাখ/গ্রীষ্মকাল।

4 thoughts on “সব কিছুতে বন্ধ্যা সময়

  1. ‘সময়ের এখন ফুরাবার পালা
    নিত্য নতুন পথ পুনঃজন্ম বার বার
    কালের পথে সেই তো, অনির্বাণ।’

    জীবনের বাকি সময়ের কুশল কামনায় ব্যস্ত থাকি অহোরাত্রি। শুভেচ্ছা জেনো বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ভালোবাসা যেন বন্ধু,,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।