যে ছিল নৈশব্দে চাওয়ার দ্রোহ

যে ছিল নৈশব্দে চাওয়ার দ্রোহ

তুমি ছিলে দর্পণে
আচ্ছাদিত নন্দন লীলাভূমে নৈশব্দে
দর্পণ সমুখে এদিক ওদিক ঘুরে
দেখেছিলে তোমাকে; শ্রীসূরম্য অপরুপ লাবন্য
টোল গহন জুড়ে চিবুক বিন্যাশ
কদাচিত তিল ছিল বাম ঠোঁটের কোনে।

দর্পণ সদা চমকিত
বিহব্বল উল্লাসে মজেছে তারই রুপে
ক্ষণকালের তরে; বিভ্রুমে কেটে যায় কিছু কাল
ফিরে পায় তারই নিঃস্ব রুপে!

রুপ হারা দর্পণ
বিরহ নন্দন রুপে; পোড়া মেঘের ছায়ায় মিলায়
একদিন ছিলে তুমি এমন দর্পণে
কত কত অবয়ব মুছে গেল?
চেয়ে চেয়ে দেখে যাতনা বুকে
সেই অবয়বটিই যাচে!
যে ছিল নৈশব্দে চাওয়ার দ্রোহ।

১৪২৪/১১ জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।

1 thought on “যে ছিল নৈশব্দে চাওয়ার দ্রোহ

  1. শুভেচ্ছা এবং ভালোবাসা জেনো প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।