শ্রাবণের জলধোয়া নগর এখন

শ্রাবণের জলধোয়া নগর এখন

শ্রাবণের জলধোয়া নগর এখন!
বেশ ধবধবে, ঝরঝরে,
যেন উড়াল পাখির ডানায় ভাসছে।
সবুজ অঙ্গে লেগেছে,
শুভ্রতার হাওয়া; গায়ে মেখে
এখন বেশ ফুরফুরে যেন আহল্লাদে আটখানা।

ফুটপাতে কাঠবাদামের গাছগুলো
সবুজ পাতায় হাওয়ায় দুলে দুলে
যেন সাদা মেঘের ঝুলকার্নিশের
নির্মল আমন্ত্রণের মোহে মুশগুল।

স্বচ্ছ টলটলে জলে টইটুম্বর
নগরের লেকগুলো!
জল ছুঁই ছুঁই কৃঞ্চচূড়ার সবুজ পাতারা
জলভরা ঢেউয়ে সিক্ততায়
ঝির ঝিরে কাঁপনে শিহরত হয় নিত্য।

১৪২৪/৬, ভাদ্র/শরৎকাল।

1 thought on “শ্রাবণের জলধোয়া নগর এখন

  1. শ্রাবণের জলধোয়া নগর এখন!
    বেশ ধবধবে, ঝরঝরে। ___ এখানে কোন অসত্য নেই। আসলেই ধবধবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।