ভালোবাসার টুকরো
ভালোবাসার টুকরো
আদি অন্ত! কোথায় যেন
লেখা আছে অথবা সবার মুখে মুখে
চরে চরে বেড়ায়,
প্রেম আসে চুপিসারে; আবার তা
মিলিয়ে যায় মেইয়ে যায় এমনি এমনি!
শুধু সময় তার পিছু হাঁটে
পথিকের ছায়ার মতো,
কর্দয্য কোলাহলেও পিছু ছাড়ে না কখনও;
দিনমান শেষে!
রাতের প্রহরে প্রহরে তন্দ্রাঘুমে
যন্ত্রণার আকর বুনে যায়।
সত্যই তো!
আধো ঘুমে চোখ কচলাতেই
হাজির; সমুখে বরেন্য বধুয়া!
পড়নে তার বসন্ত আবির মাখা
সুপূর্ণা আঁধিয়ার আবেশ ঘন
ঘোমটার আঁড়াল।
১২, ভাদ্র/১৪২৪/শরৎকাল।
‘আধো ঘুমে চোখ কচলাতেই হাজির; সমুখে বরেন্য বধুয়া!
পড়নে তার বসন্ত আবির মাখা সুপর্ণা আঁধিয়ার আবেশ ঘন
ঘোমটার আঁড়াল।’
সময় এবং স্রোত কারু জন্য অপেক্ষা করেনা। গুণীজনের কথা।
অভিনন্দন এবং ভালোবাসা জেনো প্রিয় বন্ধু। শুভ সন্ধ্যা।
আধো ঘুমে চোখ কচলাতেই

হাজির; সমুখে বরেন্য বধুয়া!
পড়নে তার বসন্ত আবির মাখা
সুপূর্ণা আঁধিয়ার আবেশ ঘন
ঘোমটার আঁড়াল।
অনেক সুন্দর হয়েছে।