হেমন্তের সোনা রোদ
সন্ধ্যাবতী গাঁয়ে হেমন্তের সোনা রোদ ঝরে
মাঠে মাঠে পাকা ধান সোনা রোদে রাঙা।
কৃষকের তামাটে গায়ে সোনা রোদের প্রীতি
মাথল মাথায় সাদা দাঁতে মুচকি হাসির উঁকি।
কাদা জলে ক্ষেত নেতিয়ে পড়া খড়ে পাকা ধানের শিষ
সোনা রোদে যেন নকশি কাঁথার সোনালী ফোঁড়।
থরে থরে পরিপাটি সোনা রোদে ঝিকি মিকি
আইল পথে আগাছার সবুজ সিঁথি শিশিরে মাখামাখি।
১৪২৪/ ৬ অগ্রহায়ণ/হেমন্তকাল
কী অসাধারণ আর নান্দনিকতায় গড়ে উঠেছে লিখাটি। চমৎকার প্রিয় বন্ধু।