যাব যাব করে থেমে যাই পথে

যাব যাব করে থেমে যাই পথে

যাব যাব করে থেমে যাই পথে।
অনাথ ধুলোর মতো।
তুমি যাবে বলে এই পথে হেঁটে। তাই চেয়ে রই পিছে।
পথের ধুলোয়।
তোমার পায়ের ছাপ আঁকে ষ্পর্শে।
অনাথ ধুলোর আহত বিলাপ। চুপিসারে আমায় ডেকে কয়।

চঞ্চল হাওয়া বয়ে যায় মৃদুলয়।
কদাচিত বীণা ঝঙ্কারে মন।
আহল্লাদে মনে মনে গীত ঠোঁটে। পুনঃ পুনঃ ঘ্রাণে মন জাগে।
সেই তো পথে যাওয়া ধীর লয়।
আক্ষরিক বীণা ঝঙ্কারে ধুলোর।
তুমি নেই এখন খানিকটা পথে ছিলে। তাই তো পথ পথ ভোলায়।

১৪২৫/ বৈশাখ/গ্রীষ্মকাল।

8 thoughts on “যাব যাব করে থেমে যাই পথে

  1. 'তুমি নেই এখন খানিকটা পথে ছিলে। তাই তো পথ পথ ভোলায়।'

    অসাধারণে এক অনন্য সুন্দর সত্য বাণী। অভিনন্দন প্রিয় বন্ধু। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. তোমার পায়ের ছাপ আঁকে ষ্পর্শে।
    অনাথ ধুলোর আহত বিলাপ। চুপিসারে আমায় ডেকে কয়।‐‐‐‐‐‐চমৎকার মান্নান দা

    অনেক শুভ কামনা রইল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।