বিশ্বভরা মমতার মেলা

বিশ্বভরা মমতার মেলা

শরীরে কোথাও কোন আঘাত পেলে?
চলতে পথে হোঁচোট খেলে;
গোলাক ধাঁধায় পরে গেলে;
ওমনি ঠোঁটে বেড়িয়ে আসে, উঃ মাগো!
কেন এমন হয় বলতে পারো কি কেউ?
নাড়ি পোঁতা ধন যে মায়ের তাইতে এমন হয়।

তাই যদি না হয়!
কেমনে বুঝে মায়ের মন? সন্তান কষ্ট পায়
সেই কষ্টে মা যে মোর না না চিন্তায় ভূগে
দুহাত তুলে খোদার কাছে মঙ্গল দো’য়া মাগে।
আদি অন্ত বিশ্বজোড়া
তার বিহীন দরদ খেলা
মায়ার টান মমতাময়ির
বিশ্বভরা মমতার মেলা।

১৪২৫/ বৈশাখ/গ্রীষ্মকাল।

4 thoughts on “বিশ্বভরা মমতার মেলা

  1. আদি অন্ত বিশ্বজোড়া
    তার বিহীন দরদ খেলা
    মায়ার টান মমতাময়ির
    বিশ্বভরা মমতার মেলা। ___ আহা কি অসাধারণ এই অমিয় বাণী !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আমার ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,,,

  2. বিশ্বভরা মমতার মেলায় মায়ার টান মমতাময়ির। বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. কবি কে আমার মা দিবসের শুভেচ্ছা,,,,,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।