অসীম সসীমের আখ্যান

–অসীম সসীমের আখ্যান

সময় ক্রান্তিকাল। নন্দন সে তো মহালয়। কালে কালে টানিতে কাছে, কত কত সুত্র পরাহত? বৃত্তের ছক কসে, একই বিন্দু ছুঁয়ে নিত্য টানা টানি। না না ভূঁজে না না প্রতিছায়া। মেঘ নীলের ছায়ার মতো না না অন্তরায় রয়ে যায়। ক্রান্তিকাল না মিটে, না আসে নন্দন সুখ? এ যে মহাশুন্য অসীম সসীমের আখ্যান!

১৪২৫/ আষাঢ়/বর্ষাকাল।

8 thoughts on “অসীম সসীমের আখ্যান

    1. ঝর ঝর বৃষ্টির মাদলে, ভালো থেকো বন্ধু আমার।

    1. কবি আমারে বন্ধু বানাইয়া ছাড়লো!

      তো জীবন ভরে উঠুক জলজরসে,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif বন্ধু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।