–অসীম সসীমের আখ্যান
সময় ক্রান্তিকাল। নন্দন সে তো মহালয়। কালে কালে টানিতে কাছে, কত কত সুত্র পরাহত? বৃত্তের ছক কসে, একই বিন্দু ছুঁয়ে নিত্য টানা টানি। না না ভূঁজে না না প্রতিছায়া। মেঘ নীলের ছায়ার মতো না না অন্তরায় রয়ে যায়। ক্রান্তিকাল না মিটে, না আসে নন্দন সুখ? এ যে মহাশুন্য অসীম সসীমের আখ্যান!
১৪২৫/ আষাঢ়/বর্ষাকাল।
বেশ লেখেছেন মান্নান দা
এই আষাঢ়ে ভাল থেকো কবি,,,,,,,,
নন্দিত সুন্দর কবিতা প্রিয় কবি।
ঝর ঝর বৃষ্টির মাদলে, ভালো থেকো বন্ধু আমার।
শুভেচ্ছা নিন কবি দা।
কবি এই বর্ষায় ভালো থেকো খুব!
অনু লেখায় আপনার জুড়ি মেলা ভার, শুভেচ্ছা রইলো বন্ধু
কবি আমারে বন্ধু বানাইয়া ছাড়লো!
তো জীবন ভরে উঠুক জলজরসে,
বন্ধু।