–কাগজের নাও

–কাগজের নাও

মেঘ মোল্লার শ্রাবণ দিনে
উঠান যখন জলে ভাসে
ভুতু সোনা কাগজের নাও
ভাসিয়ে দিয়ে বসে থাকে।

টাপুর টুপুর বৃষ্টির ফোটা
কাগজের নাও ভিজে সারা
স্রোতের টানে গড়িয়ে যায়
খেই হারিয়ে দিশে হারা।

ভুতুর পুষি লেজ নাড়িয়ে
নাও ভাসার খেলা খেলে
যেই লেগেছে বৃষ্টির ছোঁয়া
লেজ গুটিয়ে পালিয়ে গেলে।

—জলভরা মেঘ আঁকে

ভুতুসোনা শ্রাবণ মেঘের আকাশে
জল রঙ এ জলভরা মেঘ আঁকে,
পুব আকাশে রংধুনুর সাত রং
মেঘের ভাঁজে রঙতুলিতে সাজে।

রংধুনুটা আঁকতে সদা অপলকে
সাদা কাগজে রং পড়েছে অযতনে,
অযতনের নানা রং তুলিতে ভিজে
নদী পাড়ে সবুজ গাঁও খাল বিল আঁকে।

১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।

16 thoughts on “–কাগজের নাও

  1. প্রিয় কবি, আপনার বর্ষার কবিতাগুলো বেশ ভালো লাগে। ভালোলাগে প্রকৃতির কবিতাগুলোও! শুভকামনাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

     

  2. অনেক বছর ধরে আপনার লিখা পড়ছি, ভাললাগার কোন কমতি ছিল না কখনো, ভাল থাকবেন সব সময়।

    1. অনেক অনেক ভালোবাসা জানবেন আমার প্রাণের নিশাদ ভাই, জীবন বাঁচুক শরৎ সুখে।

  3. অযতনের নানা রং তুলিতে ভিজে
    নদী পাড়ে সবুজ গাঁও খাল বিল আঁকে।

     

    * কবি মান্নান ভাই, শুভ কামনা নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।