সেই পথ

———–সেই পথ

সেই পথ, জনমভর তারই হয়ে রইল
সেই পথে হাঁটতে গিয়ে পিছন ফিরে তাকাতেই
আবার আসবে তুমি, এই পথে হেঁটে!

হুঁচট খেয়ে! পথ বলে, চোখ টিপে হেসে হেসে
সেদিনই তো এসেছিল সে; মলিন বদনে আচমকা
তুমি পেলে না দেখা তার! পথের সায়েরী গেয়ে উঠে
বিরহী প্রহেলিকার গান ভাসে আসে ঐ তেপান্তরের পাড় হতে!
কত সুখ স্মৃতি তার? অমোঘ যাতনার ভাঁজে ভাঁজে
পথের ধুলো বাতাস গায়ে উড়ে যায় বিলি কেটে কেটে;

পথের গায়ে লেগে রয় রৌদ্র খরার ঘ্রাণ
তোমার পায়ের পঞ্চমি তাল লয়ে জোছনা ফিরে রাত গভীরে!
সেই পথে, পথের ঋতুর বদল ঘটে
সেই পথের ধুলো ছুঁতে, পথে সাঁঝ লালিমা সাজে
সেই পথের আকরে, পর জন্মের কত ইচ্ছা জাগে;
সেই পথের নন্দন রুপ, আঁধার রাতে জোছনা মাগে!
সেই পথ, জনমভর তারই হয়ে রইল
চুপি চুপি যতই হাসুক পথের দেরাজ চোখ
ছুঁয়েছি বন্ধুসম! ছুঁয়েছি তারেই অমোঘ আঁধার ঘোরে
সেই পথ যে তারই ছিল, শুধু ধুলো আবিরে মাখা মাখি!

১৪২৬/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।

12 thoughts on “সেই পথ

  1. অভিনন্দন প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif শুরু হয়ে গেলো কর্মদিবস।

  2. শুভেচ্ছা প্রিয় কবি দা। 

    ছুঁয়েছি বন্ধুসম! ছুঁয়েছি তারেই অমোঘ আঁধার ঘোরে
    সেই পথ যে তারই ছিল, শুধু ধুলো আবিরে মাখা মাখি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কবিকে আমার অফুরান শুভেচ্ছা,,,,,,

  3. সেই পথ, জনমভর তারই হয়ে রইল
    সেই পথে হাঁটতে গিয়ে পিছন ফিরে তাকাতেই
    আবার আসবে তুমি, এই পথে হেঁটে! শুভকামনা কবি চারু মান্নান ভাই। :)

    1. অশেষ ভালোবাসা রইল হে প্রিয় কবি,,,

    1. কবি কে আমার পথের ভালোবাসা রইল গো,,,,,,

  4. এক যোগে প্রচারিত হওয়া আপনার কবিতায় সহসা প্রতিমন্তব্য পাওয়া যায় না। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।