——-কালে কালে মানুষ সর্বহারা
অফিস, বাসা, বেড়াবার সময় কই?
অফিস তো ছুঁয়ে থাকে পিচ ঢালা পথে, হরিহর ফুটপাত
আম জনতার পদভার, পদ শব্দে মুখরিত।
পথের পাঁচিলে সবুজ পাতা, ফুল
কড়ই গাছের পাতার ফাঁকে নীলাকাশ,সাদা মেঘ উড়ে যায়।
কতক সময় পিচ ঢালা পথ
টেম্পু, বাস, ধরাধরি ঠেলাঠেলি
ঘামের চিটচিটে গন্ধ মেখে অফিসে ঢুকা।
কপি পেষ্ট ইমেইলে চোখাচখি
ভিজিটরের জন্য লেটার, হোটেল বুকিং
কবে নামবে তিনি, বস জিগায় মুডে?
ভিজিটরের ভিজিটের প্লান সিট রেডি তো?
ব্যাংকের রিপটের কপি চাই এক্ষনি;
সারা দিন অফিসে কাজের কিছু তো হয় না?
চায়ের টেবিলে না না গুঞ্জন ভাসে কেন?
সিডিউল সারা! ফোনে কথা হবে, আছে বেশ তাড়া
প্রজেক্টের মিটিং সেক্রেটারি দিশে হারা।
মতান্তরে, বেশ চাপাচাপি কাজে যেন না শুনি
নানা অজুহাতে ফাঁকি; ঝেড়ে কেশে বলে উঠে মতিন
বস এবার বেতন একটু বাড়ান, আর যে চলে না
ছেলে মেয়েদের স্কুল, টিউশন ফি,বাসা ভাড়া!
শহরে চাকুরি জীবি, সবাই জানে শহরে থাকা
বিলাস বহল জীবন, আরাম আয়েশে কাটে সারা জীবন!
কেউ কেউ একটি প্রতিষ্ঠানে দশ,পনের বছর যাবত কর্মরত
আবার সারা জীবন কাটিয়ে যায়;
অথচ নেই কোন প্রভিডেন্ড ফান্ড! নেই বাসা ভারা!
নেই চিকিৎসা ভাতা!
মোক্তা একটা টাকা ধরে চলে, বছরের পর বছর।
অথচ উত্তর আধুনিক কালে, আধুনিক নগরের বাসিন্দা
পুঁজি অধিকার সব যায় রসাতলে, কালে কালে মানুষ সর্বহারা।
তাপিত দূর্ভোগে সর্বদা দিশে হারা।
১৪২৬/শরতকাল/ভাদ্রমাস।
বিষয়শ্রেণী: জীবনমুখী কবিতা, রূপক কবিতা
পুঁজি অধিকার সব যায় রসাতলে, কালে কালে মানুষ সর্বহারা।
নগরায়নে আম মানুষের যাপিত জীবনে আমাদের অনেকের ক্ষুদ্র গল্প।
কাশফুল ভালোবাসা বন্ধু,,,,,,,,,,,,

রূপক ঠিক বলা যাবেনা, আজকাল এমনটাই তো দেখছি কবি। বলতে পারি জীবনমুখী কবিতা।
ধন্যবাদ কবি, কাশফুল শুভেচ্ছা,,,,,,,,,,,
এই সর্বহারা মানুষের দলে আমিও একজন চারু মান্নান ভাই।
কবি ভালোবাসা জানবেন
কালে কালে মানুষ সর্বহারা। তারপরও ভাল থাকা চাই কবি দা।
কবিকে আমার কাশফুল ভালোবাসা।
বর্তমানে এভাবেই চলছে জীবন। যায় যায় দিন এভাবেই। কিন্তু থেমে নেই কেউ। চলছেই। এমন করেই টিকে থাকতে হবে।
শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা।
কবিদা, আমার ভালোবাসা জানবেন,,,,,,,,
কবিতা ভালো হয়েছে কবি মান্নান ভাই।
সুমন ভাই আমার কাশফুল ভালোবাসা রইল,,,,,,
ভালো থাকুন কবি মান্নান ভাই।
কবিকে আমার কাশফুল ভালোবাসা।
কবিতা নিয়ে আয়েশে থাকুন
বাহ দারুন তো, কাশফুল শুভেচ্ছা,,,,,,
জীবনমুখী কবিতা, যে কবিতা জীবনের দিকে উন্মুখ হয়ে আছে– সুন্দর কবিতা
আমার ভালোবাসা জানবেন অনিক ভাই,,,,,,,