____আমাকে ক্ষমা কর মা
আমাকে ক্ষমা কর মা! আমরা পারিনি,
তোমার রক্তের ঋণ করিতে শোধ!
রক্ত দানে; যে স্বাধীনতা কেনা! স্বপ্ন সম্ভার মুক্তির,
ফিরে ফিরে মূল্য খুঁজি তার!!
আজও কৃষকের লাঙ্গলের ফলায় গেঁথে উঠে
বীর শহিদের করোটি;
অস্থি মজ্জায় সোদা রক্তের ঘ্রাণ, অমানিশায়
বিলিয়ে দিয়েছে জীবন; ৭১ এর রনাঙ্গণে।
ওদেরকে ভুলি কেমনে মা!
পারিজাত লক্ষ কোটি লাল ছালাম,দোয়া মাঙ্গি!
দিয়েছে প্রাণ দেশের তরে! মুক্তির স্বপ্ন বানে
ধন্য ওদের জীবন;
ধন্য ওদের প্রাণ।
[30 লক্ষ, শহীদের আত্মার মাগফিরাত কামনায়]
১৪২৬/ বিষয়শ্রেণী: জীবনমুখী/দেশাত্মবোধক কবিতা
আজও কৃষকের লাঙ্গলের ফলায় গেঁথে উঠে
বীর শহিদের করোটি;
অস্থি মজ্জায় সোদা রক্তের ঘ্রাণ, অমানিশায়
বিলিয়ে দিয়েছে জীবন; ৭১ এর রনাঙ্গণে।
ওদেরকে ভুলি কেমনে মা!
ভালো লাগলো ভাইয়া।
পারিজাত লক্ষ কোটি লাল ছালাম,দোয়া মাঙ্গি!
দিয়েছে প্রাণ দেশের তরে! মুক্তির স্বপ্ন বানে
ধন্য ওদের জীবন;
ধন্য ওদের প্রাণ।