_______আমাকে যেতে দাও
স্বাধীনতা আজ, বিমর্ষ যন্ত্রণা! মুক্তির আশফলন
মৃত্যুর মরীচিকা যেন;
কদর্য লেহনে, ঘুরে বেড়ায় দেশ হতে দেশান্তর
প্রেম আজ মৃত্যুর শোক গাঁথা, অশ্রুজল
অবিরাম ভিজে! মৃত্তিকা পান করে শোষণে।
আমাকে যেতে দাও, সেই মৃত্যুর মিছিলে
শবদেহ আর সাদা কাফনে!
মুক্তির স্বাদ; অতল তলে হারিয়ে যাক, লুকিয়ে যাক
ডুবে যাক অপর বেলা, চিহ্ন শুধু জেগে থাকুক;
জাহাজ নাবিক মাস্তুল পুরাণ!
আঙিনায় কবে ধুলোর ফুল উঠবে জেগে?
স্বপ্নের মতো, স্বপ্নে মতো অপেক্ষা তিরোধানে।
বিষয়শ্রেণী: জীবনমুখী কবিতা, রূপক কবিতা/১৭/আষাঢ়/১৪২৭
Excellent
মুক্তির স্বাদ; অতল তলে হারিয়ে যাক, লুকিয়ে যাক
ডুবে যাক অপর বেলা, চিহ্ন শুধু জেগে থাকুক;
অসামান্য কবিতা। শুভেচ্ছা প্রিয় কবি।
চমৎকার লাগল কবি দা
মান্নান ভাই অনেক দিন কবিতা থেকে দুরে থেকে আপনার কবিতা কিছু পড়ছি, দেখি আপনি আজও কবিতার সাথেই আছেন, বেশ ভালোভাবেই আছেন।
আপনার এই একনিষ্ঠতাকে স্যালুট জানাই।
অবসান হোক সব প্রতীক্ষার
মুক্তির স্বাদ পাক মানবতা….
নিরন্তর শুভকামনা…….