=====নিত্য নতুন মোহ!
নিত্য নতুন মোহ!
বাসনায় বাঁচে; আঁচল পেতে বসে
করিতে হরণ যা আছে তলানীতে জমা, যত সামান্য
কিঞ্চিত কড়ি! ফুরালো তা বুঝি
লোভের আতশবাজি পুড়িয়ে।
কোন পথে যে চলা?
কোথা হতে কোন মেঘ ভেসে আসে?
আঁধার রাতে সিদঁকেটে সব লুটেছে;
যা ছিল সম্ভ্রম!
বাসনা টুকু ছাড়া।
তাড়না ভারি মোহ ভুলায় মন
চঞ্চল ভারি তেলে জলে মৌনতা ভুলায়।
আজ ৪ অগ্রহায়ণ ১৪৩১
মান্নান ভাইয়ের বৈশিষ্ট্য। পড়লেই বুঝা যায় এটা আমাদের প্রিয় মান্নান ভাই।
ভালো বাসা ❤️জানবেন কবি❤️❤️❤️