ও মেঘ তুই ওড়ে বেড়াস ক্যান্ মন সীমানা ঘিরে?
তোর পালকে নীল শুভ্রতা বেঁধে রেখেছিস কি-রে!
মেঘ বলে, এক পালকে রেখেছি তোমার বেদনা
নিলাম ওড়িয়ে দুঃখগুলো, তুমি আর কেঁদো না।
অন্য পালকে সুখের বার্তা দেই ওড়িয়ে হাওয়ায়
নাও কুঁড়িয়ে মুঠো ভরে, এসো চুপি, বসো দখিন দাওয়ায়।
ও সমুদ্দুর তোর বুকেতে কেনো রে এত ঢেউ?
আপন করে কাছে টেনে, নেয়নি বুঝি কেউ!
সমুদ্দুর বলে, তোমার বুকের কষ্ট ঢেউ, আমার বুকে ঝরে
জোয়ার ভাটায় সুখ দুখ্ সমতা তাই, রাখি মনের ঘরে।
আমার মত সুখের জোয়ার ভেসে আসুক বুকে
ভাটার টানে যাক ভেসে কষ্ট, রেখো না তা রুখে!
ও চাঁদ তোর বুকে ক্যান ছড়ানো এত আলো
আমার বুক ক্যান তবে আঁধার করা কালো!
চাঁদ বলে, আলোর দ্বারে এসে মন ভালো হবে তাই
তুমি কষ্ট পেলে দেখবে আমার, আর আলো নাই!
আমি তোমার মন ভাল করা এক আঁধারের ফুল
দীর্ঘশ্বাসের প্রহর তবে, যাও ভুলে যাও বেভোল।
ও গাছ তোর শাখায় ক্যান পাতা’রা, খায় আনন্দে দুল
কারো শাখায় ঝুলতে ক্যান আমার হলো ভুল!
গাছ বলে, সবুজ পাতায় তোমার জন্য, স্নিগ্ধতার রেশ আঁকা
তোমার জন্য কিচিরমিচির কুহুতানে, স্বপ্ন রঙিন রাখা!
কষ্ট সব, দাও রেখে দাও গাছের পাতায় পাতায়
কষ্ট ভুলে মুগ্ধতার ছন্দে, কাব্য লিখো খাতায়।
May 9, 2017 at 10:12 PM
এমন মায়া ছড়ানো লিখায় কে না প্রশান্তি পায় বু !!
বিমুগ্ধ চক্ষু যুগল মুগ্ধতার স্বাক্ষী হয়ে রইলো।
সুন্দর মন্তব্য সব সময়ই অনুপ্রেরণা যুগায় লেখালেখিতে
জাজাকিল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন
আপনার কবিতায় মুগ্ধ না হয়ে পারি না। ছবি তো বোনাস। অভিনন্দন ছবি আপা।
মুগ্ধতা মনে মেখে নিলাম। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
শুভেচ্ছা সতত
আপনার মতোই আপনার ছবি কবিতা। কোনটাকে যে বেশী প্রধান্য দেব ভেবে পাই না। প্রণাম।
খুব সুন্দর মন্তব্য-অনেক ভালোবাসা রইলো আপি ভালো থাকুন
অন্য পালকে সুখের বার্তা দেই ওড়িয়ে হাওয়ায়
নাও কুঁড়িয়ে মুঠো ভরে, এসো চুপি, বসো দখিন দাওয়ায়।
কবিতায় ভালোবাসা ভালোবাসা কবি বোন। শুভকামনা সহ …
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ মিত্র দা ভালো থাকোন সাথেই থাকুন
ভালো লাগা আপা।
অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন সাথেই থাকুন
অসংখ্য ধন্যবাদ সাঈদ ভাইয়া ভালো থাকুন
ও সমুদ্দুর তোর বুকেতে কেনো রে এত ঢেউ?
আপন করে কাছে টেনে, নেয়নি বুঝি কেউ!
সমুদ্দুর বলে, তোমার বুকের কষ্ট ঢেউ, আমার বুকে ঝরে
জোয়ার ভাটায় সুখ দুখ্ সমতা তাই, রাখি মনের ঘরে।
আমার মত সুখের জোয়ার ভেসে আসুক বুকে
ভাটার টানে যাক ভেসে কষ্ট, রেখো না তা রুখে!
অনেক সুন্দর লেখা শুভকামনা রইলো কবি।
অনেক ধন্যবাদ আদেল ভাইয়া ভালো থাকুন
সুন্দর।
সুন্দর একটা কবিতা পড়লাম। কবিকে শুভেচ্ছা।
ফাতেমা আপু, খুব পছন্দের একটা কবিতা। এই ছবিটা আমার মারাত্মক পছন্দের।
আমরা বেশ কয়েকজনই তো দেখি এখানে এসেছি। প্রিয় মানুষদের সাথে থাকতে ভালোই লাগবে।
শুভ কামনা রইল।
হ্যা এখানে মাঝে মাঝে আসতাম । এখন নিয়মিত হবো ইনশাআল্লাহ
সাথেই থাকুন ভাইয়া
কবিতার নীচে ডেট ঠিক করে দেন। আগের পোস্টের ডেট দেখাচ্ছে।
ধন্যবাদ।
ভাইয়া এটা আগের লিখা তাই আগের ডেট দেয়া।