বন্ধুরে তোর মন ক্যান আকাশ হইলো না

2932

বন্ধুরে তোর মনটা যেন পাহাড় পর্বত গিরি,
মনের বাড়ী যেতে দেখি পাতা আছে কাঁটার সিঁড়ি
মন যে কেনো হলো না তোর শুভ্র মেঘের আকাশ
তুই কেনো হলি আমার এক নদী দীর্ঘশ্বাস,
পাথর বুকে হলো আমার ব্যথায় বসবাস!

শুভ্র মেঘের আকাশ যদি মনটা হতো তোর,
তুই রে বন্ধু হতি আমার গহীন নিদ্রা স্বপ্ন ঘোর,
দেখলে তোরে ফেলি কেবল বিষাদের নিঃশ্বাস,
হইলি না বন্ধুরে তুই আমার নীল আকাশ,
বুকে আমার করলি কেবল, নীল বেদনার চাষ!

হতি যদি রঙধনু রঙ,
করতি যদি প্রেমেরই ঢং
লাগলো ভালো, হতো আমার সুখে বসবাস,
দিয়ে গেলি দিন দুপুরে, বিতৃষ্ণারই বাঁশ,
একলা আমি হয়ে আছি যেন জিন্দা লাশ!

হইলি না তুই শরতের মেঘ
বুক খুলে দেখলি না তুই, প্রেমেরই আবেগ,
আর হইলি না মন উঠোনে সবুজ দূর্বাঘাস,
থাকলে পাশে তুই যে আমার, সময় হাঁসফাঁশ,
আমার মনে রাখলি গড়ে, কষ্টেরই সন্ত্রাস।

কাশফুল হইতি যদি বুকের বাম কিনারে,
উচ্চস্বরে বাজতো প্রেম সুর মনের মিনারে,
দিলি নাতো আজ পর্যন্ত ভালোবাসার আশ্বাস,
হইলি না তুই বন্ধু আমার শরতের নীল আকাশ,
গড়লি তা তুই মনের ভিতে ভালোবাসার আবাস।

গ্রীষ্মের আকাশ, চৈত্রের খরা হইলি আমার জন্য,
মন বাড়ীটা প্রেম অভাবে যেন ধুঁধু অরণ্য,
প্রেম আমার রইলো কুঁড়ি, হইলো না ভালোবাসার বিকাশ,
হইলি না তুই রঙ্ধনু রঙ, হইলি না নীল আকাশ,
তুইরে বন্ধু হয়ে রইলি এক সমুদ্দুর দীর্ঘশ্বাস।

(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

1 thought on “বন্ধুরে তোর মন ক্যান আকাশ হইলো না

  1. প্রেম আমার রইলো কুঁড়ি, হইলো না ভালোবাসার বিকাশ,
    হইলি না তুই রঙ্ধনু রঙ, হইলি না নীল আকাশ,
    তুইরে বন্ধু হয়ে রইলি এক সমুদ্দুর দীর্ঘশ্বাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।