আমায় নিয়া যাবে বন্ধু
আমায় নিয়া যাবে?
এই যে পাহাড় ঐ যে নদী
যেতে মত বদলাবে?
যাবে বন্ধু নদীর পাড়ে
ভাসবে ডিঙি নায়ে,
একটুখানি খোলা হাওয়া
দাও লাগিয়ে গায়ে!
ঐ যে গিরি এই যে ঝর্না
যাবে নিয়ে আমায়?
জীবন খাতায় দেবে গড়ে
সুখের কাব্যনামায়?
ঝর্না ছুঁবো স্বচ্ছ জলের
ইচ্ছে করে যেতে,
ইচ্ছের মালা বায়নার সুতোয়
দাও না বন্ধু গেঁথে।
আমার জন্য রাখবে বন্ধু
সময় অল্পখানি,
নিয়ে যাবে অন্য কোথায়
দু’হাত ধরে টানি?
সবুজ ঘাসে বসবে বন্ধু
যাবে আমার সাথে?
রাখবে বন্ধু গোধূলিয়ায়
হাতটি আমার হাতে?
রঙবাহারী মেঘের মাঝে
দৃষ্টি রাখবে তুমি?
আমার জন্য প্রেমে উর্বর
করবে বুকের জমি?
রঙবাহারী মেঘের মাঝে
দৃষ্টি রাখবে তুমি?
আমার জন্য প্রেমে উর্বর
করবে বুকের জমি?