কী মায়াবী হাওয়া

295

দিনের মেজাজ ঠান্ডা হয়েছে, এই শুনছো?
শুয়ে শুয়ে মনের ঘরে কোন সে স্বপ্ন বুনছো?
তার চেয়ে ভালো, চলো স্বচ্ছ আকাশ দেখে আসি,
দেখে আসি বিকেলের বুকে নিস্তেজ সূর্যের হাসি।

শুয়েই যদি ছুটির দিন যায় চলে, কী করে তা হয়,
সময় কী আর আমাদের জন্য পড়ে রয়,
এসো আকাশের কিনার ছুঁয়ে আসি
বিকেলের আকাশটাকে আজ ভালোবাসি।

এই যে আমাদের পানসে দিনগুলো, চলো রঙিন করি
বুকের বাড়ীতে মুগ্ধতার পাহাড় গড়ি,
চোখ দুটোকে শান্তিতে দেই ভরিয়ে,
বিকেলের মিহি আলো নেই এসো বুকে জড়িয়ে।

শুধু শুধু টাচ স্ক্রীণে চোখ রেখে যে জ্বালাচ্ছি চোখ,
ঝাপসা আলো’রা এসে দাঁড়ায় সম্মুখ,
চোখে লাগিয়ে আসি চলো সবুজ আলো,
দৃষ্টিতে বাড়বে আলোর জ্যোতি, লাগবে ভালো।

কিছু পথ না হয় দেই হেঁটেই দেই পাড়ি
সন্ধ্যে হয়ে আসলে আসবো ফিরে বাড়ী,
কিছু সুখ অনুভূতি এসো জমাই স্মৃতির পাতায়,
কিছু সুখোক্ষণের কথা লিখে রাখবো কাব্যের খাতায়।

বৃষ্টি ঝরার পর আকাশ, আহা কী স্বচ্ছ আলোয় ভরা
এসো চোখ রাখি আকাশে, কেটে যাবে মনের খরা,
টুকরো মেঘগুলো ওড়ছে আকাশ জুড়ে,
এসব দেখতে চলো বাহির হতে আসি ঘুরে।

(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

1 thought on “কী মায়াবী হাওয়া

  1. টুকরো মেঘগুলো ওড়ছে আকাশ জুড়ে,
    এসব দেখতে চলো বাহির হতে আসি ঘুরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।