হারিয়ে যেতে মন চায় তোমায় নিয়ে দূর অরণ্যে,
যেথায় মুগ্ধতারা অপেক্ষায় আছে তোমার আমার জন্যে;
যেখানে আকাশ গিয়ে থেমেছে, যে আকাশ শুভ্র মেঘে পূর্ণ;
যেখানে মিহি হাওয়া পাতাদের চারপাশে হয় ঘূর্ণ।
তোমার হাত ধরে পালাতে চায় এ মন,
যেখানে নৈঃশব্দের খেলা, আলো ছায়ার পথ নির্জন,
কোথাও পাতার ফাঁকে এক চিলতে রোদ্দুর
কোথাও সবুজ বৃক্ষ তরুর মহা সমুদ্দুর।
সেখানেই যেতে চাই যেখানে বিশুদ্ধ হাওয়ার বসবাস
যেখানে জলের আয়নায় মুখ দেখে নেয় আকাশ
অজস্র পথ পেরিয়ে সেখানেই তুমি আমি চলো ঘুরে আসি,
যেখানে গিয়ে বলতে পারি নিদ্বির্ধায়, তোমায় ভালোবাসি।
ধুলো মাটির পথের পাশে যেখানে বুনোফুল’রা ফুটে,
যেখানে গেলে কর্মক্লান্তি আর পেরেশানি যায় টুটে
চলো যাই সেখানেই, যেখানে খোলা আকাশ মাথার উপর
একদিন এক দুপুর বেলা আমরা না হয়
পরে নেবো রোদ্দুর টোপর।
ব্যস্ততা আমাদের খাচ্ছে গিলে গিলে,
এমন আর কত বলো, মনে কী আর শান্তি মিলে?
যেখানে শুভ্র মেঘেরা বসিয়ে নীলের বুকে মেলা,
চলো সেখানে গিয়ে ভাসাই আমাদের প্রেমের ভেলা।
ফুরিয়ে যায় দিন
আমাদের কেবলই আসে বয়ে দুর্দিন,
আজ এ কাজ, কাল ও কাজ এই করে করে বেলা যায় বয়ে,
অতীত নিয়ে যায় দেহের জোর, চলো ঘুরে আসি সবুজ পাহাড়ে
কিছু সুখ স্মৃতিই না হয় যাক হৃদয়ে রয়ে।
.
(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও মিয়াবাড়ী চুনারুঘাট)
আজ এ কাজ, কাল ও কাজ এই করে করে বেলা যায় বয়ে,
অতীত নিয়ে যায় দেহের জোর, চলো ঘুরে আসি সবুজ পাহাড়ে
কিছু সুখ স্মৃতিই না হয় যাক হৃদয়ে রয়ে।