বয়সের সাথে পাল্লা দিতে গিয়ে দেখি
রুচি কমছে সব স্বাদের একি!
দুধ চা ছাড়া চলতোই না একদা,
সেই দুধ চাতেই স্বাদের পড়লো বাঁধা।
ঝাল খেলে দুনিয়া অন্ধকারে যায় ছেয়ে
পেটের উপর এক টন বিষ যায় বেদনার গান গেয়ে
চায়ে চিনি চার চামচ খেতাম আগে
এখন চিনি এক চামচ, তৃপ্তি আসে না বাগে।
চায়ের কাপে তুলে রাখি লিকার বেশী
চিনি কম, বেশীতে অতৃপ্তি রাশি রাশি
স্বাদের বুকে পড়ে গেল তৃপ্তির ভাটা,
বাড়ছে বয়স, আর্তনাদ যে বক্ষ ফাঁটা।
অতিরিক্ত খাওয়ায় আর যায় না রাখা ঠোঁট
হয় না আর নানা রকম খাবারে মজা লোট;
বয়সের বাড়ার সাথে আসে সব শক্তি সামর্থ্য,
আসে বিত্ত বৈভব ধন দৌলত আর অর্থ।
বয়স কমে যাচ্ছে চলে যাচ্ছি ধীরে অন্ত সীমানায়
একদিন সব স্বাদ ছেড়ে পাড়ি দেব অজানায়;
চায়ের কাপে একদিন ঠোঁট হবে না আর রাখা
উষ্ণতা ছুঁতে গিয়ে পুড়ে যাবে, হবে না
জিভে আর স্বাদ আঁকা।
এখন আর দুধ চা পারি না খেতে
কড়া লিকারের রঙিন চা নেই হাতে
এখন চায়ে চিনি অল্প,
অল্পতেই হয় স্বাদের সাথে গল্প।
একদিন চায়ের কাপ আর নেব না হাতে
থাকবে কোন স্বাদই আমার সাথে
নিশক্তি হবে দেহ, নিস্তেজ মনের আলো
একদিন না খেতে পারলেই হয়তো লাগবে ভালো।
.
(স্যামসাঙ এস নাইন প্লাস, ঢাকা)
একদিন চায়ের কাপ আর নেব না হাতে
থাকবে কোন স্বাদই আমার সাথে
নিশক্তি হবে দেহ, নিস্তেজ মনের আলো
একদিন না খেতে পারলেই হয়তো লাগবে ভালো।
বাহ সুন্দর কবি আপু
ভাল থাকবেন——