কার্তিকের সকাল, হিমাবেশ, ঘুমে বেঘোর
নিস্তব্ধ পরিবেশ, এই কাক ডাকা ভোর,
দখিন বারান্দার পর্দা দিলে সহসা খুলে,
দিলে তো বাপু ঘুম থেকে তুলে!
এবার চা করে দেখি!
ছুটির আরাম চোখের পাতায়, আমি নিঝুম পুরীতে
ঘুমের বাজালে বারো, যেন এক থুড়িতে,
চা না করলে পান এবেলা,
চোখ তো আলোয় যাচ্ছে না মেলা,
চা দাও, এ আবদার নয় মেকি।
বিছানা ছেড়ে না উঠার বাহানায় মন দাও
চা করে দাও, ঘুম করো চোখের উধাও,
আমার সময় করে দাও ফুরফুরে,
চা পানের ইচ্ছে ওঠছে বক্ষ ফুঁড়ে,
চা ছাড়া শান্তি নেই এক সিকি!
বারান্দায় চেয়ার পেতে দুজন, চা হাতে,
দেখি দৃষ্টি মেলে কে জেগেছে এই প্রাতে,
দেখি পাখিরা মেলছে কী না ডানা,
রক্তিম আভা আকাশে দিয়েছে কী না হানা
এসো মনের খাতায় মুগ্ধতার গল্প লিখি।
শরীরে উষ্ণতা নিয়ে চলো মনে আরাম পুষি,
এই সকালে তোমা হতে কিনি এক কাপ খুশি,
দেবে চা করে তৈরি
নইলে মনের হাওয়া হবে বৈরী,
চুপ তুমি একি!
চোখের পাতায় লেগে আছে ঘুমের আলসেমী,
রাখো না বায়না৷ এহ্ কেমন স্বামী!
যাও বলবো না কথা আর,
এবেলা হবো না আর ঘুমের সেতু পার….
বসে থাকো একলা৷ বিতৃষ্ণা তোমার মনে দিক উঁকি।
.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
যাও বলবো না কথা আর,
এবেলা হবো না আর ঘুমের সেতু পার….
বসে থাকো একলা৷ বিতৃষ্ণা তোমার মনে দিক উঁকি। :yes:
শীতের উষ্ণ শুভেচ্ছা রইল কবি আপা