দুর্নীতির পায় বাঁধবো বেড়ি, ক্ষমতাটা পেলে,
শুদ্ধতারই স্বপ্নগুলো ধরবো শূন্যে মেলে,
সুশাসন যে তুলবো গড়ে, ক্ষমতা পাই যদি,
মানবিকতার গন্ধ ছুঁবে সুশাসনের গদি।
মন কথনিকা-৪৪৪৪
মনে ভেজাল রেখে যদি কথা বলো সুন্দর,
বাইরে তুমি সুন্দর বাপু মন্দ ভরা অন্দর,
বুকের মাঝে দূর্নীতি খুব, মুখে বলো ভালো,
নূরের আলো নেইকো মনে, ভিতরবাড়ী কালো।
তুমি সুন্দর বাপু মন্দ ভরা অন্দর,
বুকের মাঝে দূর্নীতি খুব, মুখে বলো ভালো,
নূরের আলো নেইকো মনে, ভিতরবাড়ী কালো।