আমাদেরও দেখা হবে

আমাদের দেখা হওয়ার কথা ছিল, আসোনি শেষ পর্যন্ত,
আহা আমাদের সময়গুলো ছিল কতই না প্রাণোবন্ত
তুমিই দিয়েছিলে ফিরিয়ে, ভুলে যাওয়া দিগন্তে প্রেম গিয়েছে ফিরে,
আমাদের আর দেখা হবে না ভাবছো তাই, দুঃস্বপ্ন আছে ঘিরে।

আমাদের সময়গুলো থেমে আছে সেই অতীত প্রেম কাব্যে,
এই তুমি কী সেই জীবন নিয়ে আরেকবার ভাববে?
সেই বৃষ্টি ভেজা ক্ষণ, সেই উচ্ছাস ভরা চিরকুট,
ভাবো ফের, ভালোবাসার সেই সম্পর্ক ছিল কতই না অটুট।

একদিন মন ফিরিয়ে নিলে, ঘুরলে বাস্তবতার ঘূর্ণিপাকে,
আমরা শুধু কিছু অতীত সুখ জমিয়েছি মনের তাকে,
আজ এখানে দীর্ঘশ্বাস নিয়ে বসে আছি দুজন,
প্রেম পাখি ডাকে না আর কুহু কুজন।

আমাদের সুখগুলো ওড়ে গিয়ে বসলো যেন অচেনাপুরী,
এই দেহ অশীতিপুর মন যে এখনো কুড়ি,
চলো বৃষ্টিতে ভেজার পরিকল্পনা মনে আঁটি,
চলো বসি মুখোমুখি, পাশাপাশি হাঁটি,
আমাদের পা ছুঁয়ে দিক এবেলার বৃষ্টি ভেজা মাটি।

আঙ্গুলের ফাঁক গলে সু সময় হারিয়েছে, দুর্ভাবনায় টানো ইতি
যতটুকু শ্বাস ততটুকু আশ, চলো সময়ের সাথে বাড়াই সম্প্রীতি,
সব দ্বিধাদ্বন্দ্ব দূরে ঠেলে সম্মুখে আগাই, ভিজি বৃষ্টির জলে,
কিছু উত্তপ্ত প্রেমালাপ মন হতে পড়ুক গলে গলে।

দেখা হোক আমাদের আবার, সেই বয়সী বটবৃক্ষের ছায়ায়,
মন বেঁধে নেই ভালোবাসার মায়ায়,
সময় নেই সময় নেই এ ধারণা ভুল, সময় এখনো আছে আমাদের হাতে,
আমরা ফাগুন দিনে ফিরে যাই আবার…..মন রাঙাই বসন্তের আভাতে।

1 thought on “আমাদেরও দেখা হবে

  1. চলো বৃষ্টিতে ভেজার পরিকল্পনা মনে আঁটি,
    চলো বসি মুখোমুখি, পাশাপাশি হাঁটি,
    আমাদের পা ছুঁয়ে দিক এবেলার বৃষ্টি ভেজা মাটি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।