তালো খুলো, চায়ের কাপ ছোঁয়াও এবার ঠোঁটে
এমন চুপচাপ নিরবতা ভালো নয় মোটে,
কথা বলো অনর্গল
ছেটে ফেলো মন বাগানের দ্বিধার ঝোপঝাড় জঙ্গল!
ভোরের আকাশে কুয়াশা ওড়ছে
দেখো কিচিরমিচির পাখিরা গাইছে ঘুরছে,
লালাভার ছায়াতলে বসে চা খাবে?
আশাকরি চুপ থাকার স্বভাব বদলাবে!
সময় গুলো হলো না তোমার আমার,
দু’জনার মনে যেন হিংসের খামার,
কেন যে এত তিক্ত মেজাজ তোমার, তুমি বিষণ্ণ হরদম
স্বার্থ ছাড়া বুঝি ফেলো না এক কদম।
মনের অর্গল খুলো এসো পাশে, চা খেতে পারো,
জীবনের রঙ করে নিতে পারো সুখে গাঢ়,
কী এক অহম পুষো,
ভাগ্যকে না দোষে আমাকেই দোষো!
কবে যে মেঘের মত মন তোমার হবে,
কবে যে খই ফোটা কথা ক’বে
কবে বলবে, চলো চা নিয়ে বসি কোথাও,
কবে হবে আমায় নিয়ে দূরে উধাও?
কত গল্প মনে জমা, পারছি না সমাপ্তি টানতে,
মনের খবর চাওনি কখনো জানতে!
এবার ধরো, চায়ে চুমুক দিয়ে মনের তৃপ্তি ফিরিয়ে আনো,
এবার ভালোবেসে আমায় কাছে টানো।
.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
চমৎকার কবি আপু
চায়ে চুমুক দিয়ে মনের তৃপ্তি ফিরিয়ে আনো,
এবার ভালোবেসে আমায় কাছে টানো।