এই শুনছো?

31160

আহা কী যে সুন্দর আকাশটা আজ
নীলের তাকে তাকে কেবল মেঘেদের ভাঁজ,
চলো দেখে আসি আকাশ, দূরে যাই কোথাও,
এবেলা যন্ত্র শহর হতে হয়ে যাই উধাও।

কী ঝলমলে রোদ্দুর, হেমন্ত দুয়ারে নাড়ছে কড়া
রোদ্দুর আলোও নয় এত কড়া
চলো না আকাশ ছুঁয়ে আসি, হেঁটে যাই বহুদূর,
চলো গায়ে লাগাই হেমন্ত রোদ্দুর।

রোদ্দুর ছলনাময়ী জ্বলে ঐ নিভে যায়,
আমার পরানে কে যেন মিহি সুরের বাজনা বাজায়
ছাদের বাড়ীতে কই আকাশ, দেখি না যে মেঘ,
অনুভব করো প্লিজ মনের আবেগ।

মনের সুতো ছিঁড়ে গেলো
মন টিকে না ঘরে, মন যে এলোমেলো,
বন্দিত্ব আর কত বল, একঘেঁয়েমিতে ধরেছে আজ
চলো বেরোই চুলোয় যাক সাংসারিক কাজ।

কিছু মুগ্ধতা জমাবো চোখে
রেখো না আর ইচ্ছেদের রুখে,
আকাশের মেঘগুলো ওড়ছে চোখের সম্মুখে,
উচ্ছাসের ঢেউ বন্ধু বইছে বুকে।

আকাশের নীলে চলো ছড়িয়ে রাখি সুখ,
নিঃশ্বাসে শুদ্ধ অক্সিজেনে ভরি বুক
তুমি না যাও যদি, একেলা যাবো বাইরে পা বাড়িয়ে
আমি না হয় আজ যাই সুখেই হারিয়ে।

.
(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও মিয়াবাড়ী চুনারুঘাট)

1 thought on “এই শুনছো?

  1. নিঃশ্বাসে শুদ্ধ অক্সিজেনে ভরি বুক
    তুমি না যাও যদি, একেলা যাবো বাইরে পা বাড়িয়ে
    আমি না হয় আজ যাই সুখেই হারিয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।