আকাশ ছুঁয়ে বিজয়ের পতাকা উড়ে, হাসে বিজয় কন্যা দেশ
চারিদিকে সুর কলরোল বইছে সুখের আবেশ
আকাশে কুয়াশায় বিজয়ের সবুজ লাল আছে ছড়িয়ে,
টুপটাপ শিশিরের শব্দে বিজয়ের হাসি পড়ছে ঐ গড়িয়ে।
আকাশ জানে বিজয়ের জন্য লড়ে যাওয়া মানুষের গল্প
এই প্রজন্ম ভেবো না রক্তের বিনিময়ে কেনা দেশ নয় কথা কল্প;
রক্তে ভিজেছিলো ঘাস লতা পাতা,
তবেই না খুলতে পেরেছি আমরা বিজয়ের খাতা।
লাল সবুজ পতাকা এমনি এমনি যাই নি পেয়ে,
লক্ষ শহীদের রক্তে কেনা দেশে তাই পারছি যেতে আনন্দের গান গেয়ে
এখানে পরাধীনতা ছিল, এই আকাশ ছিল পাকদের দখলে,
আমরা লড়েছি আবাল বৃদ্ধ বনিতা একসাথে সকলে।
আজ বিজয়ের সুরে মিলাতে পারছি সুর
যদি মিলিত সুর বিজয়ে না উঠতো ঠোঁটে, বিজয় থাকতো বহুদূর
বেয়োনেটের খোঁচায় কত বাঙালী মিশেছিলো ধুলায়
তাদের প্রাণের বিনিময়েই বিজয় এলো আপন কুলায়।
কত শত মা বোনের ইজ্জত হারিয়েছে সে শুধু আকাশ জানে
একটাই লক্ষ্য ছিল বিজয় আর বিজয়, ভয় উধাও বীরেদের প্রাণে,
কত কষ্ট উপেক্ষায় ওরা বীরেরা লড়েছিল পাকিদের সাথে
তাদের কারণ বিজয় আজ আমাদের হাতে।
বিজয়ের গান গাই, হেরে গলা ছেড়ে,
আমরা বীর বাঙালী বিজয় এনেছি আকাশ হতে পেড়ে,
স্বাধীনতার স্বাদ ঠোঁটে, প্রাণে আছে দেশের মাটির ঘ্রাণ মিশে
আমরা বাঙালী চাই না হারাতে আর দিশে।
(স্যামসাং এস নাইন প্লাস,ঢাকা)
স্বাধীনতার স্বাদ ঠোঁটে, প্রাণে আছে দেশের মাটির ঘ্রাণ মিশে
আমরা বাঙালী চাই না হারাতে আর দিশে।
অনিন্দ্য সুন্দর শব্দের গাঁথুনি
শুভেচ্ছা।