দুনিয়ার মোহতেই আটকে আছে মন

দুনিয়ার মোহ জয়ে বাহবা দিচ্ছি, সুর তুলছি নিত্য
দুনিয়ার রঙ তামাশায় রাখছি সুখি চিত্ত;
কেউ জানি না কত না পাপ তুলছি আমলনামায়,
গেয়ে যাচ্ছি সুখেরই গান, ঠোঁট রেখেছি সারেগামায়।

উল্টে রাখছি পাল্টে দিচ্ছি ধর্মীয় বিধি বিধান,
জীবন জুড়ে আসছে নেমে পাপের নিদান;
কোথায় কী আর বলি, নিজের মতামত নিয়েই চলি,
মত বিরুদ্ধ হলেই আগুন হয়ে জ্বলি।

কেউ হিজাব নিয়ে করছে হাউকাউ, কেউ বোরখা
জ্ঞানী জ্ঞানী কথা বলে শয়তানগুলো দিচ্ছে ধোকা,
কেউ বুঝেও না বুঝার ভান ধরে থেকে গেলাম চুপ,
কেউ জানে না অসুর গুলার ভয়ঙ্কর রূপ।

কত যুক্তি তর্ক কত জ্ঞানের ভান্ডার ওদের বুকে
কেবল ইসলামের জ্ঞান নেই, আল্লাহ দেন না হেদায়েতের মন্ত্র ফুঁকে
সমাজে ছড়াচ্ছে বিষ হরদম,
ইসলামকে অপমান করতেই যেন ওরা ফলে প্রতিটি কদম।

ভুল শুদ্ধ যাচাই না করেই আমরা লাফিয়ে বেড়াই সমাজে,
কেউ কেউ ইসলামের পক্ষে সাফাই গেয়েও দাঁড়ায় না জায়নামাজে;
মুখে ভালো কথা অন্তর কারো মন্দ,
এরাই সমাজে বাঁধিয়ে দেয় দ্বন্দ্ব।

কেউ কেউ মোহ উপেক্ষা করতে পারে, কেউ পারে না
মুসলিম হয়েও ইসলামের বিধি বিধানকে হেয় করতেও ছাড়ে না;
অনুতাপে হয় না কাতর
এদের দিল আল্লাহ করে দিয়েছেন পাথর।

1 thought on “দুনিয়ার মোহতেই আটকে আছে মন

  1. কেউ কেউ মোহ উপেক্ষা করতে পারে, কেউ পারে না
    মুসলিম হয়েও ইসলামের বিধি বিধানকে হেয় করতেও ছাড়ে না;
    অনুতাপে হয় না কাতর
    এদের দিল আল্লাহ করে দিয়েছেন পাথর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।