মন কথনিকা

মন কথনিকা-৪৬২৯

লিখে এত লাভ কী আমার, ভাবি নাকো এসব,
বুকের ভিতর লেগে থাকে শত শব্দের উৎসব
লিখতে আমার লাগে ভালো, মনে লাগে শান্তি,
লিখতে পারলে পাতা ভরে যায় মুছে যায় ক্লান্তি।

মন কথনিকা-৪৬৩০

এত যে সুখ চারিপাশে, শান্তি আমার মনে নাই,
কত কথা মনে জমা বন্ধু আমার সনে নাই,
রাগ করে সে দূরে থাকে, কথা অল্প বলে না,
তারে ছাড়া আমার কী আর একটুখানি চলে না?

1 thought on “মন কথনিকা

মন্তব্য প্রধান বন্ধ আছে।