কষ্টে সাগরে ডুবে আছি আকাশ জানিস
চাই তুই আমায় কেবল তোর কাছে টানিস,
তোর বুকে চোখ রেখে আমি হতে চাই সুখী,
আমি আল্লাহকে ডাকি এবেলা হয়ে উর্ধ্বমুখী।
আকাশ জানিস কী? তোর বুকে লিখে রাখি কষ্ট কবিতার ছন্দ
তোর বুকে মেঘ রাখি, দিস দুই দন্ড আনন্দ
আমি যে অবহেলার জলে যাচ্ছি ভেসে,
আকাশ শুভ্র মেঘ নিয়ে তুই থাকিস পাশে।
আমি কষ্ট পাই, বলি না কাউকে, তোকে বলি
তুইও যেন আপনজন আমার, তোর আলোয় উঠি জ্বলি;
কত বিষণ্ণতা রেখে বুকে তোর
তুই আমার একমাত্র ভালো লাগার ঘোর।
তোর বুকে যে শুদ্ধ মেঘ, মন তেমন রাখতে চাই সাদা
হয় না, চারিদিকে স্বার্থের ধাঁধা
আমায় তুই সুখী করে দিস, মেঘে মেঘে বুক ভরে;
আমা তুলিস টেনে আমি ডুবে আছি ব্যাথার বালিচরে।
দীর্ঘশ্বাসের প্রহরগুলো দিতে চাই ছুটি
আমি মেঘের বুকে খেতে চাই সুখে লুটোপুটি
আকাশ তুই কল্প ডানা দিস আমায় ছুঁড়ে
আমি আসবো তোর বুক হতে ঘুরে।
কেমন যেন সময়গুলো, পাথরে হয়ে আছে পূর্ণ
চারিদিকে বিষণ্ণতার রেণূ ঘূর্ণ
এসব থেকে পেতে চাই মুক্তি,
আকাশ মন করে দিস, মনে জোগাস শুদ্ধতার শক্তি।
(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)
কেমন যেন সময়গুলো, পাথরে হয়ে আছে পূর্ণ
চারিদিকে বিষণ্ণতার রেণূ ঘূর্ণ
এসব থেকে পেতে চাই মুক্তি,
আকাশ মন করে দিস, মনে জোগাস শুদ্ধতার শক্তি।
বেশ আবেগময় অন্তমিলের কবিতা
কষ্ট দুরহোক বৃষ্টি ভিজা শিশির সিক্ত ক্ষণ কবি আপা
ভাল থাকবেন———