সত্য কথা লিখে আবার ব্যাকস্পেইসে মুছি,
বললে শুনবো কটু কথা, শুনতে যে নেই রুচি,
সত্য বললে বেজার মানুষ, স্বীকার করতে কষ্ট,
মিথ্যে মোহে মানুষের বাস স্বভাব করে নষ্ট।
মন কথনিকা-৪৬২৮
সত্য বলি তাই বলে তো, কয় না সকল কথা,
বলে দিলে হয় সর্বনাশ, ঝামেলা অযথা,
কাছের মানুষ লুকায় কথা, কীযে কষ্ট লাগে,
মিথ্যেগুলো পারি নাতো আনতে আমার বাগে।
কাছের মানুষ লুকায় কথা, কীযে কষ্ট লাগে,
মিথ্যেগুলো পারি নাতো আনতে আমার বাগে।
মনের কথা মনে না হলে
কিসের সব কথনিকা-
মানে তাল গাছ
না মানলে ঢেঁকি পার লোজ;
চমৎকার কবি আপা
মনের কথা মনে না হলে
কিসের সব কথনিকা-
মানলে বুঝি তাল গাছ
না মানলে ঢেঁকি পার
এক কথায় লোজ;
চমৎকার কবি আপা