আকাশে উড়ি ডানা মেলে

cchh

আজকে আমি পাখির ডানায় উড়ে যাওয়ার স্বাদ
করবো না আর ঝগড়া করে সময়টুকু বরবাদ
আজকে আমি আকাশ ছুঁবো, ইচ্ছে মনের মাঝার
হৃদ জমিতে বসেছে আজ ভালোবাসার বাজার।

ভালোবেসে বন্ধু আমার বলেছে আজ কথা
অনুভূতি সুখের তরে হয়ে গেল ভোঁতা।
আকাশে আজ উড়ি আমি কল্প ডানা মেলে
মেঘগুলো উড়ছে আহা নীলে এলেবেলে।

নীল বিরহ উবে গেল এক নিমেষে হাওয়ায়
উড়ুক উড়ুক খোলা হাওয়া আমার মনের দাওয়ায়,
মন খুলে আজ গাইবো সুরে মানবো নাকো মানা
এই পেয়েছি পিঠে আমার দুটো কল্প ডানা।

হাসবো জোরে উর্ধ্বমুখী দেখবো মেঘে শোভা
দিনখানি আজ আমার কাছে বড় মনোলোভা,
রোদ্দুর জ্বলে পাতায় পাতায় সজীব আমার সময়
কেউ করো না এসে হঠাৎ সময় আর অয়োময়।

মেঘের রাজ্যে যাই হারিয়ে ফিরাইয়ো না আমায়
কিছু সুখের ছন্দ তুলো জীবন কাব্যনামায়,
মনের সুখে থাকবো আমি উড়বো ঘুরবো ভাসবো
সুখের কথা করে স্মরণ একলা একা হাসবো।

(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)

1 thought on “আকাশে উড়ি ডানা মেলে

  1. মনের সুখে থাকবো আমি উড়বো ঘুরবো ভাসবো
    সুখের কথা করে স্মরণ একলা একা হাসবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।