মন কথনিকা-৪৯৭৩

মন কথনিকা-৪৯৭৩

উঠলে ভোরে ঘুম সরে না, যায় না জেগে থাকা
ভোরের আলোয় হলো না আর মনেতে সুখ আঁকা,
রাত বারোটা ঘুমালে হায়, কেমনে উঠি ভোরে
সকাল হলে দেখি বিছনায় আছি ঘুমের ঘোরে।

মন কথনিকা-৪৯৭৪

কেমন যেন আবহাওয়া, কুয়াশাতে ঢাকা
জৈষ্ঠ্য মাসে ঘাসের বুকে শিশির বিন্দু আঁকা
বদলে যাচ্ছে ঋতুগুলো বদলে যাচ্ছে মানুষ
রঙ্গের মানুষ বৃক্ষ কাটে, উড়ায় স্বার্থের ফানুস।

1 thought on “মন কথনিকা-৪৯৭৩

  1. বদলে যাচ্ছে ঋতুগুলো বদলে যাচ্ছে মানুষ
    রঙ্গের মানুষ বৃক্ষ কাটে, উড়ায় স্বার্থের ফানুস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।